চলে গেলেন জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম

খবর জাতীয়

জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম মারা গেছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।

সাহিত্যিক, প্রাবন্ধিক ও জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে জানা যায়। ১৯২৭ সালে ১ মে, বগুড়ায় জন্ম নেওয়া অধ্যাপক নূরউল ইসলামের বয়স হয়েছিল ৯১ বছর।

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে গ্রাজুয়েশন শেষ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন মুস্তাফা নূরউল ইসলাম। এর আগে পরে লন্ডন ইউনিভার্সিটির প্রাচ্য ভাষা ও সংস্কৃতি কেন্দ্র সোয়াস থেকে পিএইচডি ডিগ্রি নেন মুস্তাফা নূরউল ইসলাম।

অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামের রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন।

৩০টির বেশি প্রবন্ধ সংকলন ও গবেষণা গ্রন্থ রয়েছে অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামের।

মুস্তাফা নূরউল ইসলাম সাহিত্যে অবদানের জন্য একুশে পদক ও স্বাধীনতা পদক পেয়েছেন। তিনি ‘সাহিত্যিক’ ও ‘সুন্দরম’ সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *