ট্রাম্প-কিমের শীর্ষ বৈঠক বাতিল

আন্তর্জাতিক খবর

উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিঙ্গাপুরে ১২ই জুন এই বৈঠক হওয়ার কথা ছিল।

কিমের কাছে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেছেন, কিম তার সাম্প্রতিকতম বিবৃতিতে যে প্রচণ্ড ক্রোধ ও খোলাখুলিভাবে যে বিদ্বেষ প্রকাশ করেছেন তাতে ট্রাম্প মনে করছেন যে, এই মুহূর্তে পরিকল্পিত ঐ বৈঠক অনুষ্ঠান উপযুক্ত হবে না।

হোয়াইট হাউস থেকে ঐ চিঠির কপি প্রকাশ করা হয়েছে। চিঠিতে ট্রাম্প বলছেন, এই শীর্ষ বৈঠক বাতিল করাটা বিশ্বের জন্য দু:সংবাদ।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের একটি টিভি সাক্ষাৎকার নিয়ে গোল বাধে। ঐ সাক্ষাৎকারে তিনি বলেন, পরমাণু অস্ত্র পরিত্যাগ নিয়ে উত্তর কোরিয়া যদি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি না করে, তাহলে তাদের পরিণাম হবে লিবিয়ার মত।

এদিকে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন। ‘উত্তর কোরিয়াকে লিবিয়ার ভাগ্য বরণ করতে হবে’- পেন্সের এমন বক্তব্যের জবাবে তাকে স্টুপিড বলেও সম্বোদন করেন ওই মুখপাত্র।

তবে ট্রাম্প অবশ্য বলছেন, পরে এই বৈঠক অনুষ্ঠানের সম্ভাবনা তিনি বাতিল করে দিচ্ছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *