ইলেকট্রনিকস থেকে শুরু করে চিকিৎসার সরঞ্জাম পর্যন্ত সবকিছুই তৈরি হয় যে পদার্থটি দিয়ে তার নাম প্লাস্টিক। আধুনিক জীবনের জন্য মোটামুটি অপরিহার্য হয়ে উঠেছে তা। বেশীরভাগ মানুষের পক্ষেই প্লাস্টিকের সাহায্য ছাড়া জীবনযাপন প্রায় অসম্ভব মনে হতে পারে। কিন্তু এই প্লাস্টিকের কারণেই ভয়াবহ মাত্রায় দূষিত হচ্ছে আমাদের পরিবেশ।
কার্সিনোজেনিক বলে প্লাস্টিকের ব্যবহার বর্জন করার পরামর্শ বহু দিন ধরেই দিয়ে আসছেন পরিবেশবিদরা।
জেনে নিন দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমানোর কিছু টিপস।
শপিং বা বাজার করতে যাওয়ার সময় নিজের ব্যাগ নিয়ে যান। যাতে দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ না নিতে হয়।
সব সময় ব্যাগে রিইউজেবল পানির বোতল রাখুন। যাতে বাইরে প্লাস্টিকের বোতলে পানি কিনে খেতে না হয়।
অফিসে বা বেড়াতে যাওয়ার সময় নিজের কাপ সঙ্গে রাখুন। যাতে বার বার প্লাস্টিকের কাপে চা, কফি না খেতে হয়।
স্কুল, কলেজ, অফিসের লাঞ্চ প্লাস্টিকের বদলে স্টিলের কন্টেনারে নিয়ে যান।
প্যাক করা খাবারের সঙ্গে অনেক জায়গায় প্লাস্টিকের কাটলারি, স্ট্র দেওয়া হয়। যতটা সম্ভব এগুলোর ব্যবহার এড়িয়ে চলুন।
সবজি, ফল, ড্রাই ফ্রুটস প্লাস্টিকের ব্যাগে রাখা ছাড়ুন। তার বদলে নেট অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন।
বাড়িতে ডিনার করার ইচ্ছা না হলে রেস্তোরাঁয় গিয়ে খান, কিন্তু টেক অ্যাওয়ে যতোটা সম্ভব এড়িয়ে চলুন। অধিকাংশ রেস্তোরাঁর টেক অ্যাওয়ে সার্ভিসেই প্লাস্টিকের কন্টেনারে খাবার দেওয়া হয়।
শুকনো খাবার বা রান্না করা খাবার প্লাস্টিকের কন্টেনারে না রেখে কাচের পাত্রে রাখুন।