পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এক অদ্ভুত আদেশ জারি করা হয়েছে। সম্প্রতি জারি করা ওই আদেশে পোশাকবিধি জারি করে বলা হয়েছে, নারী ও পুরুষ শিক্ষার্থীদের মধ্য ৬ ইঞ্চি দূরত্ব বজায় রাখতে হবে। এটা না মানলে শাস্তির বিধানও রাখা হয়েছে।
ডন অনলাইনের খবরে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাস করাচি, লাহোর ও ইসলামাবাদে এ নিয়ম চালু হয়েছে। তবে অনেকে এর সমালোচনা করে বলছেন, এটা না করে চরিত্রগঠন ও শিক্ষা কার্যক্রমের দিকে মন দেওয়া উচিত।
পাকিস্তানের বাহরিয়া বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে কঠোরভাবে পোশাকবিধি মেনে চলতে হবে। নারী ও পুরুষ শিক্ষার্থীদের বসা এবং চলাফেরার সময় ৬ ইঞ্চির দূরত্ব মেনে চলতে হবে। যদি এসব নিয়ম ভঙ্গ করা হয়, তবে শাস্তি পেতে হবে শিক্ষার্থীদের। নারী ও পুরুষ শিক্ষার্থীরা একে অপরকে স্পর্শ করতে পারবে না।
এ বিজ্ঞপ্তি জারির পর বাহরিয়া বিশ্ববিদ্যালয়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে।করাচি ক্যাম্পাসে এ বিজ্ঞপ্তি জারির পরই ঝড় বইছে অনলাইনে।