ঘুমন্ত এক সিংহের প্রতিকৃতি ‘দ্য স্লিপিং লায়ন’ মিঠা পানিতে জন্ম নেওয়া বিশ্বের বৃহত্তম মুক্তা। মুক্তাটি ২.৭ ইঞ্চি লম্বা। মুক্তাটির ওজন ১২০ গ্রাম বা ৪ আউন্সের মতো।
‘দ্য স্লিপিং লায়ন’ ৩০০ বছরের ইতিহাসের সাক্ষী। অকশন হাউজ ভেনদুয়েহুইসের তথ্য অনুযায়ী, ১৭০০ সাল থেকে ১৭৬০ সালের মধ্যে কোনো এক সময়ে মুক্তাটি চীনে পাওয়া গিয়েছিল।
কলোনি যুগের বণিক, জুয়েলার্স থেকে শুরু করে ইউরোপিয়ান রাজপরিবারের হাতে ঘুরেছে ‘দ্য স্লিপিং লায়ন’। সম্রাজ্ঞী ক্যাথারিন দি গ্রেটের কাছেও গিয়েছিল মুক্তাটি।
ইতিহাস সমৃদ্ধ ‘দ্য স্লিপিং লায়ন’ মুক্তাটি আগামী সপ্তাহে নেদারল্যান্ডসে নিলামে উঠতে যাচ্ছে। ৩১ মে নেদারল্যান্ডসের হেগে’র ভেনদুয়েহুইস অকশন হাউজে এটির সম্ভাব্য দাম অনুমান করা হচ্ছে ৬ লাখ ৩২ হাজার ডলার।