আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে বিসিবি ৩১ খেলোয়ার বিশিষ্ট প্রাথমিক দল দিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ খেলবে শুধু টি-টোয়েন্টি সিরিজ। এর পরই ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে টাইগাররা। বিসিবি থেকে বলা হচ্ছে মূলত ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সফর ভাবনায় রেখেই ৩১ খেলোয়ারের দল দিয়েছেন তাঁরা।
প্রাথমিক দলে যারা আছেন, তাঁরা হলেনঃ
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, সৌম্য সরকার, আবদুর রাজ্জাক, এনামুল হক, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাদমান ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, আবু হায়দার, আবু জায়েদ, আবুল হাসান, কামরুল ইসলাম রাব্বী, তাইজুল ইসলাম, নুরুল হাসান, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, ইয়াসিন আরাফাত ও নাঈম হাসান।
প্রাথমিক দলে ঠাঁই পাওয়া বেশির ভাগই জাতীয় দলের নিয়মিত মুখ। বাংলাদেশ দল থেকে ছিটকে পড়া খেলোয়াড়দের মধ্যে নতুন করে সুযোগ পেয়েছেন এনামুল হক-মোহাম্মদ মিঠুনরা। হাঁটুর চোটে পড়ার কারনে নাসির হোসেন থাকছেন না দলে।