অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের একটি বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক গ্যাস আতঙ্কে ৫০০-র বেশি শিক্ষার্থী এবং শিক্ষককে সরিয়ে নেয়া হয়েছে।
যে প্রচন্ড গন্ধের কারণে গ্যাস বলে সন্দেহ করা হয়োছল, পরে জানা যায় সেটি আসলে ডোরিয়ান ফলের থেকে সৃষ্ট গন্ধ। ডোরিয়ান ফলটি হচ্ছে একধরনেসর গ্রীষ্মকালীন ফল যার তীব্র এবং অদ্ভূত গন্ধ রয়েছে।
ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, শীতিাতপ নিয়ন্ত্রণ যন্ত্র-ব্যবস্থার মাধ্যমে এই গন্ধ পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।
পরে মেলবোর্নের মেট্রোপলিটন ফায়ার ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে ওই বিশ্ববিদ্যালয় ভবনটি এখন আবার খুলে দেয়া হয়েছে।
প্রথমে তীব্র গন্ধ পাওয়ার পর ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তারা লাইব্রেরি ভবন থেকে গ্যাস বের হচ্ছে বলে ধারণা করেন। এর পরপরই স্থানীয় পুলিশ বাহিনী এসে তাদের নিরাপদে সরিয়ে নেয়।
দক্ষিণ পূর্ব এশিয়াতে ডোরিয়ান একধরনের মিষ্টি এবং দামি ফল হিসেবে পরিচিত, কিন্তু এর গন্ধ এতটাই তীব্র যে তার সাথে অভ্যস্থ হতে সময় লাগতে পারে যে কারো।