বহুদিন আগে থকেই তাঁর বিয়ে ঘিরে সাজো সাজো রব চলছিলই। অবশেষে দীর্ঘ প্রেমের অবসান ঘটিয়ে মঙ্গলবার আনন্দ আহুজার সঙ্গে মালাবদল করেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সোনমের বিয়ে উপলক্ষে গত কয়েকদিন ধরেই কাপুর পরিবারে হইচই লেগেই আছে।
রবিবার থেকেই রঙ-বেরঙের আলোকসজ্জায় বর্ণিল অনীল কাপুরের পুরো বাড়ি!
শিখ ধর্মীয় রীতিতে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিয়ের আসর বসে বান্দ্রার রকডেল বাংলোতে।
লাল শাড়িতে সোনম সেজেছিলেন বিয়ের কনের বেশে। শাড়ি, গয়না, মেহেন্দিতে এক্কেবারে অনন্যা হয়ে উঠেছিলেন কাপুর পরিবারের এই তারকা অভিনেত্রী।
গ্ল্যামারে কম জাননি আনন্দও। ঘিয়ে শেরওয়ানী আর ট্র্যাডিশনাল পাগড়ীতে বেশ উজ্জ্বল লাগছিল এই বরকে।
এদিন সকাল থেকে চরম ব্যস্ত ছিলেন কনের বাবা অনিল কাপুর সহ কাপুর পরিবারের সমস্ত সদস্যারা।
একইদিন রাতে অনুষ্ঠিত হয় বিবাহোত্তর সংবর্ধনার। পাঁচ তারকা হোটেল লীলাতে অনুষ্ঠিত হয় জমকালো এই পার্টি।
প্রতিটি অনুষ্ঠানে অতিথিদের জন্য রাখা হয় নির্দিষ্ট ড্রেস কোড। পুরো বিয়ের অনুষ্ঠানে যেন তারার হাট বসে।
সোনমের বিয়ে উপলক্ষ্যে আসামান্য নক্সায় সাজানো হয়েছিল বিবাহ সংশ্লিষ্ট সবকিছু। সাত পাকে বাঁধা পড়লেন সোনম কাপুর ও আনন্দ আহুজা৷ জাকজমক আয়োজনে সম্পন্ন হল সেই বহু প্রতিক্ষিত বিয়ে।