ভারতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ৩ জুন

ক্রিকেট খেলা

সেই নিদাহাস ট্রফির আগে থেকেই শোনা যাচ্ছিল আফগানিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। আনুমানিক সময়, ভেন্যু, ম্যচের পরিমান- এসব আগেই জানিয়েছে বিসিবি। তবে সিরিজের সূচীটা জানা যাচ্ছিল না। এবার এটাও জানিয়ে দিল বিসিবি।

কদিন আগে বিসিবির একজন প্রতিনিধি ভেন্যু, টিম হোটেল ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দেখতে ভারতের দেরাদুনে যান। তাঁর পর্যবেক্ষণের পরই সিরিজটা নিয়ে সবকিছু চূড়ান্ত করে বিসিবি।

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সিরিজটা নিয়ে ইতিবাচক মন্তব্য করে বলেন, মাঠ অনেক ভালো, সুযোগ-সুবিধা, হোটেলও ভালো। যদিও হোটেল থেকে মাঠে আসতে ৪০-৪৫ মিনিট সময় লাগে। এটা তেমন কোনো ব্যাপার না।

পরে রাতে বিসিবির পক্ষ থেকে সূচিও নিশ্চিত করা হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ ভারতে যাবে ২৯ মে।

অনুশীলনের ফাঁকে একটি প্রস্তুতি ম্যাচ খেলে দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচটি খেলবে ৩ জুন, দ্বিতীয়টি ৫ জুন। এবং শেষ ম্যাচ ৭ জুন। বাংলাদেশ দল দেশে ফিরবে ৮ জুন।

স্থানীয় সময় রাত ৮টায়, বাংলাদেশ সময় যেটি সাড়ে ৮টা খেলা শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *