রাজধানীর ক্যান্টনমেন্ট ও কুড়িল বিশ্বরোড রেললাইনে ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির বয়স আনুমানিক ১৩ বছর ও অপর ব্যক্তির বয়স অন্তত ৫০ বছর।
রেলওয়ে পুলিশ জানায়, ক্যান্টনমেন্ট রেলস্টেশনের আগে হোটেল রেডিসান ব্লুর পিছনের দিকে রেললাইনে সিলেটগামী সুরমা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
কুড়িল বিশ্বরোডের পাশে রেললাইনে খুলনাগামী একটি ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই ৫০ বছর বয়সী এক পুরুষ ব্যক্তির মৃত্যু হয়।
সোমবার সকালে লাশ দুইটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ। সোমবার সন্ধ্যা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।