লিবিয়ার ত্রিপলিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। জঙ্গিরা ভবনটিতে আগুনও ধরিয়ে দিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। বুধবার ভোটার রেজিস্ট্রেশন চলাকালে এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।
হাই ন্যাশনাল ইলেকশন কমিশনের (এইচএনইসি) কর্মচারীদের ওপর জঙ্গিরা গুলি চালিয়ে ভবনটি দখলে নেওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
জঙ্গিদের একজন আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় এবং অন্যরা ভবনটিতে হানা দিয়ে সেটিতে আগুন লাগিয়ে দেয় বলে জানান কর্মকর্তারা।
নির্বাচন কমিশনের মুখপাত্র খালেদ ওমর রয়টার্সকে জানান, বুধবারের হামলায় তিন কর্মকর্তা এবং চার নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি দুই আত্মঘাতী বোমারুকে দেখেছেন। তারা আল্লাহু আকবর বলে চীৎকার করছিল।
লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় পরে হামলায় নিহতের সংখ্যা ১২ উল্লেখ করেছে।
এ বছরের শেষদিকে লিবিয়ায় নির্বাচনের প্রস্তুতি বানচাল করতেই জঙ্গিরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।