শুক্রবার ভারতের শান্তিনিকেতনের হেলিপ্যাডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধু তাই নয়; বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, বাংলাদেশ ভবনের উদ্বোধন এবং পরের দিন শনিবার বর্ধমানে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে শেখ হাসিনাকে ডি. লিট প্রদান অনুষ্ঠানেও হাজির থাকবেন মমতা। তিন অনুষ্ঠানের ফাঁকে তারা তিস্তার পানি নিয়ে কথা বলতে পারেন।
শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর জন্য বৃহস্পতিবার বিকালেই শান্তিনিকেতনের উদ্দেশে রওনা হবেন মমতা ব্যানার্জি। আয়োজন সব সম্পূর্ণ হয়েছে কি না, তা খতিয়ে দেখে নেবেন।
শুক্রবার বাংলাদেশ ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হবে। সরকারি অনুষ্ঠান সূচিতে দুই প্রধানমন্ত্রীর কথা বলা রয়েছে। সেখানে এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির থাকার কথা উল্লেখ না থাকলেও তিনি থাকছেন।
দুই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় অনানুষ্ঠানিকভাবে একটি বৈঠক হবে। সেখানে দুই দেশের প্রধানমন্ত্রী ছাড়াও মমতা ব্যানার্জি থাকবেন।