২০০২ সালে প্রথম বিশ্বকাপে খেলেছিলেন মেক্সিকান মিডফিল্ডার মার্কেজ । এরপর খেলেছেন ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে। ২০১৮ বিশ্বকাপ হতে যাচ্ছে ৩৯ বছর বয়সীর জাতীয় দলের হয়ে শেষ অধ্যায়ও। এবার মাঠে নামলে ৫ বিশ্বকাপে খেলার কীর্তি গড়বেন মার্কেজ । জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউস ও মেক্সিকোরই গোলকিপার আন্তোনিও কারবাহালের পর ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে খেলবেন পাঁচটি বিশ্বকাপে।
ক্লাব ফুটবল থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন। ২২ বছর আগে যে আটলাসে শুরু, গত মাসে নিজ দেশের সেই ক্লাবের জার্সিতে অবসর নিয়েছেন। জাতীয় দল থেকে অবসর নিতে চান এই বিশ্বকাপ খেলে। বার্সেলোনায় সাত বছর খেলে যাওয়া মেক্সিকোর চিরতরুণ এই ফুটবলারের আশাটা জেগে আছে। বিশ্বকাপের জন্য পরশু ২৮ সদস্যের প্রাথমিক দল দিয়েছে মেক্সিকো, যে দলে আছেন মার্কেজও।