বিশ্বকাপ ইতিহাসে নিজেদের দ্বিতীয় জয় পেল ইরান। ৯৫ মিনিটে আত্মঘাতী গোলে ইরানের কাছে হেরে গেল মরক্কো। দুরূহ কোণ থেকে এক হেডে গোলরক্ষককে ফাঁকি দিয়ে নিজেদের জালেই গোল দিয়ে দিলেন আজিজ বুহাদ্দুজ। এটা এবারের বিশ্বকাপের প্রথম আত্মঘাতি গোল।
৯৬ মিনিটের ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরা। এক ম্যাচে ৩৬টি ফাউল! সে তুলনায় কার্ড এসেছে কমই। মাত্র ৪টি হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। এর অবশ্য কারণ আছে। মাটিতে গড়াগড়ি বেশি হলেও ফাউলগুলো ঠিক রেফারির পকেটে হাত দেওয়ার মতো ছিল না।
ইরান নিজেরাই গোল করতে পারত প্রথমার্ধে। ৪৩ মিনিটে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন সরদার আজমুন। এগিয়ে যাওয়ার এত দুর্দান্ত সুযোগ পেয়েও ব্যর্থ হতে হয়েছিল।
খেলার দুই অর্ধেই বল দখলে এগিয়ে ছিল মরক্কো। শট নেওয়াতেও তারাই এগিয়ে। দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণও ছিল মরক্কোর কাছে। ৯৫ মিনিটে আত্মঘাতী গোল খাওয়ার আগে দ্বিতীয়ার্ধে মরক্কোর গোলে কোনো শট নিতে পারেনি ইরান।
বেশ কয়েকটি শক্তিশালী আক্রমণ চেষ্টা করেও সুবিধা করতে পারেনি, গোল করাতে পারদর্শিতা দেখাতে পারেনি আফ্রিকান এই দলটি। সর্বশেষ নিজেদের জালে নিজেরাই গোল জড়িয়ে নিজেদের দুর্ভাগ্যের সাক্ষী হল মরক্কো।