অবশেষে বাংলাওয়াশের শিকার হতে হলো বাংলাদেশকেই। আফগানিস্তানের সাথে তিন ম্যচের টি-টোয়েন্টি সিরিজ খেলা শেষে ৩-০ ব্যবধানে হারল বাংলাদেশ।
আফগানিস্তান এই প্রথম জিম্বাবুয়ে ছাড়া টেস্ট খেলুড়ে আর কোনো দলকে টি-টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করল।
বৃহস্পতিবার টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৪৫ রান করে তারা। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রানে সাজঘরে ফিরতে হয় টাইগারদের।
১২ বলে ৩০ লাগে এমন কঠিন সমীকরণও মুশফিক সহজ করে দিলেন টানা ৫ চারে। প্রতিটা শটে ফুটে উঠছিল প্রত্যয়।
রশিদের শেষ ওভারের প্রথম বলে মুশফিক ফিরে এলেও হাল ছাড়েনি বাংলাদেশ। লড়ে গেল শেষ ওভারের শেষ বল পর্যন্ত। কিন্তু নাটকীয়তার রোমাঞ্চই জাগাতে পারল শুধু। হেরে গেল মাত্র ১ রানে।
একনজরে স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৫/৬
(শাহজাদ ২৬, গনি ১৯, স্টানিকজাই ২৭, শেনওয়রি ৩৩*, নবি ৩*, নজিবুল্লাহ ১৫, শফিকুল্লাহ ৪, রশিদ ১*)
(মেহেদি ০/২৭, নাজমুল ২/১৮, সাকিব ১/১৬, রনি ০/৩১, সৌম্য ০/৮, জাবেদ ২/২৭, আফিফুল ১/১৩)।
বাংলাদেশ: ২০ ওভারে ১৪৪/৬
(লিটন ১২, তামিম ৫, সৌম্য ১৫, মুশফিক ৪৬, সাকিব ১০, মাহমুদউল্লাহ ৪৫, আফিফুল ৫*)
(মুজিব ১/২৫, আফতাব ০/২০, নবি ০/২০, করিম ১/৪৪, রশিদ ১/২৪)
ফলাফল: আফগানিস্তান ১ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচঃ মুশফিকুর রহিম।
ম্যান অব দা সিরিজঃ রশিদ খান।