আফগানিস্তানের সাথে হার দিয়ে বাংলাদেশের ক্রিকেট সিরিজ অভিষেক

ক্রিকেট খেলা

আফগানিস্তানের সাথে শোচনীয় হার দিয়ে বাংলাদেশের টি-২০ সিরিজের অভিষেক হল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোববার দেরাদুনে বাংলাদেশকে ৪৫ রানে হারিয়েছে আফগানিস্তান।

একনজরে স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ১৬৭/৮

(শাহজাদ ৪০, গনি ২৬, স্টানিকজাই ২৫, নাজিবুল্লাহ ২, নবি ০, শেনওয়রি ৩৬, শফিকুল্লাহ ২৪, রশিদ ৬*, করিম ০, মুজিব ০*)

(আবু জায়েদ ১/৩৪, নাজমুল অপু ০/৩২, রুবেল ১/৩২, সাকিব ১/১৯, আবুল হাসান ২/৪০, মোসাদ্দেক ০/৩, মাহমুদউল্লাহ ২/১)।

বাংলাদেশ: ১৯ ওভারে ১২২

(তামিম ০, লিটন ৩০, সাকিব ১৫, মুশফিক ২০, মাহমুদউল্লাহ ২৯, সাব্বির ০, মোসাদ্দেক ১৪, আবুল হাসান ৫, নাজমুল ৪*, রুবেল ০, আবু জায়েদ ১)

(মুজিব ১/২০, শাপুর ৩/৪০, নবি ২/২০, করিম ১/২৭, রশিদ ৩/১৩)

ফলাফল: আফগানিস্তান ৪৫ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: রশিদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *