ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিলে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ও তার সতীর্থদের ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।
বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জেরুজালেমে শনিবার ইসরায়েলের মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনার।
আর্জেন্টিনার খেলোয়াড়দের নিরাপত্তা হুমকি ও সহিংসতার আশঙ্কা থেকে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
খেলার সঙ্গে সম্পর্কিত নয় এমন লক্ষ্যে ব্যবহৃত হওয়া থেকে নিজেদের বিরত রাখায় মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার খেলোয়াড়দের এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনের ফুটবল অ্যাসোসিয়েশন।
দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিব্রিল রাজুব বলেন, মূল্যবোধ, নৈতিকতা ও খেলা আজ বিজয় নিশ্চিত করেছে। ম্যাচটি বাতিল করার মধ্য দিয়ে ইসরাইলকে একটা লাল কার্ড দেখানো হয়েছে।