ইরাকের রাজধানী বাগদাদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত ও ৯০ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, স্থানীয় সময় বুধবার রাতে বাগদাদের সদর সিটি এলাকায় বোমাটির বিস্ফোরণের কারণে হতাহতের ঘটনাটি ঘটেছে।
ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন মুখপাত্র জানান, বারুদ বিস্ফোরণের কারণে ঘটনাটি ঘটেছে। দেশটির নিরাপত্তা বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে।
ইরাকি পুলিশ জানিয়েছে বিস্ফোরকটি মসজিদ থেকে পাশে রাখা একটি গাড়িতে নেওয়ার সময় বিস্ফোরিত হয়।
এর আগে ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিস্ফোরণটিকে বেসামরিকদের ওপর সন্ত্রাসীদের আক্রমণ বলে বর্ণনা করে। এতে অনেকে হতাহত হয়েছেন বলে জানিয়েছিলেন।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ওই দুটি বিবৃতির অসামঞ্জস্যতার বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি দেশটির কর্তৃপক্ষ। বিবৃতি দুটির কোনোটিতেই হতাহতের কোনো সংখ্যাও উল্লেখ করা হয়নি।
সম্প্রতি অনুষ্ঠিত ইরাকের পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক জোতে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। বুধবার ইরাকি পার্লামেন্ট জাতীয়ভাবে ভোট পুনর্গণনার জন্য একটি আদেশ জারি করেছে।