সম্প্রতি ইসরাইলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা আর্জেনটিনার। সেই ম্যাচ নিয়ে উত্তাল শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ফিলিস্তিনিরা কোনোভাবেই এই ম্যাচে মেসিকে দেখতে নারাজ। অন্যদিকে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের গুছিয়ে নেয়ার এই শেষ সুযোগ মেসিদের।
ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের প্রধান জিব্রিল রাজুব হুমকি দিয়েছেন মেসি যদি ইসরাইলের মাটিতে খেলেন তাহলে তাঁর জার্সি ও ছবি পোড়ানো হবে।
জিব্রিল রাজুবের অভিযোগ, এই ম্যাচে মেসির অংশগ্রহণের বিষয়টাকে ইসরাইল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।
রাজুব মেসিকে আহ্বান জানান, মেসি তুমি ইসরাইলে খেলতে এসো না। ইসরাইলরা ফিলিস্তিনিদের সঙ্গে যে জাতি বিদ্বেষের আগুন জ্বালিয়েছে ইসরায়েলে খেলতে এসে তার বৈধতা তুমি দিও না, এটা আমাদের অনুরোধ!
তিনি আরও বলেন, আমাদের কথা না শুনলে মুসলিম বিশ্বের সব তরুণদের বলব, তাঁর ছবি ও জার্সি পুড়িয়ে ফেলতে। মেসিকে বর্জন করতে।