শাহরুখ-সলমন একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিত। তবে প্রকাশ্যে একে অপরের বিরোধিতা করেন না। এবার নতুনভাবে একে অপরের ছবির প্রচারও করলেন।
আসছে ঈদ আর চলতি ২ ঈদ’ই শাহরুখ এবং সালমান— দুই নায়কের অনুরাগীদের কাছেই খুব স্পেশ্যাল হতে চলেছে।
সদ্য মুক্তি পেয়েছে শাহরুখ খানের আসন্ন ছবি ‘জিরো’র টিজার। সেখানেই ঘটেছে এই অভিনব কাণ্ড। ‘জিরো’-তে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন সলমন। নির্মাতারা ঈদের আগে তাঁকে নিয়ে একটি চমক দিতে চেয়েছিলেন।
‘জিরো’র টিজারে শাহরুখ এবং সালমানকে এক সঙ্গে নাচতে দেখা গেছে। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে ‘জিরো’। আর রাত পোহালেই মুক্তি পাবে সলমনের ‘রেস থ্রি।’ সেখানেও এই একই টিজার ব্যবহার করা হয়েছে। অনুরাগীদের তাঁরা ইদের শুভেচ্ছাও জানিয়েছেন।
এ প্রসঙ্গে সালমান জানান, ‘‘আমি জিরোতে আছি। কারণ আমি তো আসলে জিরোই। এখন শাহরুখ খানও এই রেসে এসে গেছে। ওর সঙ্গে শুটিং করে আমার ভাল লেগেছে। যখন এই দুটো ছবি নিয়ে আলোচনা হচ্ছিল আমি সাজেস্ট করেছিলাম ঈদে যদি কোনও চমক দেওয়া যায়। এটা তো এখন ডাবল ধামাকা হল।’’
পরস্পর সাংঘর্সিক শাহরুখ ও সালমানের ভক্তদের কাছে এই নয়া কৌশল এবারের ঈদের বিনোদনে নতুন মোড় এনে দেবে বলেই ধারণা করা যায়।