আফগানিস্তানের কাছে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল টাইগাররা। মঙ্গলবার ভারতের উত্তরখন্ডের দেরাদুনে রাজীব গান্দী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ২য় ম্যাচ অনুষ্ঠিত হয়।
টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভার খেলা শেষে ১৩৫ রান করে বাংলাদেশ। টাইগারদের দেওয়া ১৩৫ রানের টার্গেটে খেলতে নেমে ১৮.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। সর্বোচ্চ ৪৯ রান করেন আফগানিস্তানের সামিউল্লাহ। ৪৮ বলে ৪৩ রান করা তামিম ইকবাল বাংলাদেশের সেরা স্কোরার।
একনজরে স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৪/৮
(লিটন ১, তামিম ৪৩, সাব্বির ১৩, মুশফিক ২২, মাহমুদউল্লাহ ১৪, সাকিব ৩, সৌম্য ৩, মোসাদ্দেক ০, রনি ২১*, নাজমুল ৬*)
(মুজিব ০/১৫, শাপুর ১/৪২, নবি ২/১৯, করিম ১/৪০, রশিদ ৪/১২)
আফগানিস্তান: ১৮.৫ ওভারে ১৩৫/৪
(শাহজাদ ২৪, গনি ২১, শেনওয়রি ৪৯, স্টানিকজাই ৪, নবি ৩১*, শফিকুল্লাহ ০*)
(নাজমুল ০/১৪, সাকিব ০/৩৭, রুবেল ১/৩৮, রনি ১/১৪, মাহমুদউল্লাহ ০/৯, মোসাদ্দেক ২/২১)।
ফলাফল: আফগানিস্তান ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: রশিদ খান।