প্রথম ম্যাচে আইসল্যান্ডের সাথে ১-১ গোল ড্র করার পর গত রাতে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। ফলে বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণটা অনেকটাই কঠিন হয়ে গেছে তাঁদের।
অনেকেই হয়তো ভেবেছিলেন, গতকালের হারের পর আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে। আসল ব্যপারটা তা নয়। দুটি ম্যাচে টানা জয়হীন থাকার পরেও এখনো বিশ্বকাপের দ্বিতীয় রাউণ্ডে যবার সম্ভাবনা ঠিকই আছে আর্জেন্টিনার।
আর সে স্বপ্নের বেঁচে থাকাটা অনেকটাই নির্ভর করছে আজ রাত নয়টায়(বাংলাদেশ সময়) ভলগোগ্রাদ অ্যারেনায় মাঠে নামতে যাওয়া গ্রুপের বাকী দুই দল নাইজেরিয়া ও আইসল্যান্ডের মধ্যকার ম্যাচের উপর। তবে, নাইজেরিয়ার বিপক্ষে অবশ্যই জিততে হবে আর্জেন্টিনাকে। না’হলে নাইজেরিয়া-আইসল্যান্ড ম্যাচে যা খুশি হোক না কেন, কিছু যায় আসবে না তাতে।
যেভাবে আর্জেন্টিনার দ্বিতীয় রাউণ্ডে যেতে পারে . . .
- আইসল্যান্ড যদি জেতে
নাইজেরিয়া বনাম আইসল্যান্ডের আজকের ম্যাচটায় কোনভাবে যদি আইসল্যান্ড জিতে যায়, সেক্ষেত্রে আইসল্যান্ডের পয়েন্ট হবে ৪। নাইজেরিয়ার তখন দুই ম্যাচ শেষ পয়েন্ট ০ ই থাকবে। আজ আইসল্যান্ডের সাথে হারলে তাঁদের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাবে। আইসল্যান্ড আজকের ম্যাচটায় জিতলে সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনাকে অবশ্যই নাইজেরিয়ার বিপক্ষে জিততে হবে, এবং সেই জয়টা হতে হবে আইসল্যান্ড-নাইজেরিয়া ম্যাচে আইসল্যান্ডের জয় থেকে বড় ব্যবধানে। অর্থাৎ আজকে আইসল্যান্ড নাইজেরিয়ার সাথে ১-০ গোলে জিতলে আর্জেন্টিনাকে জিততে হবে নূন্যতম ২-০ গোলের ব্যবধানে। এবং ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচে যেভাবেই হোক আইসল্যান্ডকে হারতেই হবে। তবেই দ্বিতীয় রাউণ্ডে উঠবে মেসিরা।
- আইসল্যান্ড যদি হারে
নাইজেরিয়ার বিপক্ষে আইসল্যান্ড হেরে গেলে নাইজেরিয়ার পয়েন্ট হবে ৩, আইসল্যান্ডের পয়েন্ট ১ ই থাকবে। ওদিকে ক্রোয়েশিয়া বনাম আইসল্যান্ডের ম্যাচটা ড্র হলেও সমস্যা নেই, তবে কোনভাবেই শেষ ম্যাচে আইসল্যান্ডের জেতা যাবেনা, এবং নাইজেরিয়াকে অবশ্যই হারাতে হবে আর্জেন্টিনার।
- আইসল্যান্ড যদি ড্র করে
আইসল্যান্ড আজকে নাইজেরিয়ার সাথে ড্র করলে আইসল্যান্ডের পয়েন্ট হবে ২, নাইজেরিয়ার ১। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচ যদি মেসিরা জেতে আর আইসল্যান্ড যদি নিজেদের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার সাথে হারে তাহলে অন্য কোন হিসাব ছাড়াই দ্বিতীয় রাউন্ডে উঠবে আর্জেন্টিনা।
বিশ্লেষকদেরা অনেকেই বলছেন, সমীকরণটা কঠিন হলেও খেলায় কোন অঘটন না ঘটলে গ্রুপ ডি থেকে ২য় রাউন্ডে যাবার সম্ভাবনা এখনো আর্জেন্টিনারই বেশি।
এখনো পর্যন্ত জয় না পাওয়ায় সবচেয়ে যে বড় সমস্যাটি হয়েছে মেসিদের . . .
প্রথমত, ২য় রাউন্ডে যাবার সমীকরণটি অনেক কঠিন হয়ে পড়েছে আর্জেন্টিনার জন্য।
দ্বিতীয়ত, ২য় রাউন্ডে উঠলে নক আউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবার সম্ভাবনা বেশি রয়েছে এবারের হট ফেবারিট দল ফ্রান্সের।
তাই, সবমিলিয়ে বলা চলে এবারের বিশ্বকাপ আসরটি অনেক খারাপ যাচ্ছে মেসিদের।