এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশের নারী ক্রিকেট দল। মালয়েশিয়ার বিরুদ্ধে ৭০ রানের বড় জয়ে প্রথমবারের মতো ফাইনালে খেলবে তারা। ফাইনালে তারা মুখোমুখি হবে ভারতের।
শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ।
দেশের পক্ষে সর্বোচ্চ শামিমা সুলতানা ৪৩ ও আয়শা রহমান ৩১ রান করেন। জবাবে ২০ ওভার ব্যাট করে ৬০ রান সংগ্রহ করে মালয়েশিয়া।
আগামীকাল ১০ জুন কুয়ালালামপুরে বাংলাদেশ বনাম ভারতের মধ্যে এশিয়া কাপের এবারের আসরের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।