পাকিস্তানের বিপক্ষে জয়ের স্মৃতি টাটকা থাকতে থাকতেই এবার ভারতকে হারাল বাংলাদেশ। মালয়েশিয়ায় চলমান এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আজ বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে।
ব্যাটে-বলে দুর্দান্ত খেলেছেন রুমানা আহমেদ। বল হাতে ৩ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৩৪ বলে ৬টি চারের মারে ৪২ রানে অপরাজিত থাকেন রুমানা।
প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪১ রান করে ভারত। জবাবে দুই বল বাকি থাকতেই মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাঘিনীরা।
ভারতের বিপক্ষে ১০ টি-টোয়েন্টি ও ৪ ওয়ানডে ম্যাচ খেলার পর এবার প্রথম জয় পেল বাংলাদেশ নারী দল।
এশিয়া কাপের শুরুটা চিন্তা করলে এ বাংলাদেশের দুর্দান্ত প্রত্যাবর্তন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৬৩ রানেই গুটিয়ে গিয়েছিল দল। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়ানোর শুরু। আজ ভারতের বিপক্ষে সালমার দল বাঘিনী হয়ে উঠল।
এশিয়া কাপে বাংলাদেশের এখনো দুটি ম্যাচ বাকি। থাইল্যান্ড এবং মালয়েশিয়ার বিপক্ষে প্রত্যাশিত ফল মিললেই সেমিফাইনাল।
কঠিনতম দুটি বাধা বেশ দাপটের সঙ্গেই পেরিয়ে এসেছে বলেই হয়তো এবার এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে আশা বাড়ছে।