প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের পাঠানো চিঠি পেয়েছেন। দুই নেতার মধ্যে আগামী মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ঐতিহাসিক পারমাণবিক অস্ত্র বিষয়ক সম্মেলনের পদক্ষেপকে এগিয়ে নেয়ার প্রস্তুতির অংশ হিসেবে চিঠিটি পাঠানো হয়।
এদিকে পিয়ংইয়ংয়ে ফিরে গিয়ে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন জেনারেল কিম। ট্রাম্পকে কিমের চিঠি পাঠানোর বিষয়টি নির্ধারিত ১২ জুনের সম্মেলন অনুষ্ঠানের ক্ষেত্রে ‘প্রকৃত অগ্রগতি’ হিসেবে দেখছেন মার্কিন কূটনীতিকরা।