দক্ষিণ কোরিয়ার কাছে শেষ ম্যাচে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। বুধবার কোরিয়ার কাছে ২-০ ম্যাচে হেরেছে তারা।
বিশ্বকাপে গ্রুপ পর্ব চালুর পর জার্মানি কখনো বাদ পড়েনি। কথাটা এখন থেকে ভুল। দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলের অবিশ্বাস্য হারে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ল গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা! এই বিশ্বকাপে এটাই সবচেয়ে বড় অঘটন।
যোগ করা সময়ে দক্ষিণ কোরিয়ার হয়ে মহামূল্যবান গোল দুটি করেন কিম ইয়ং-গাউন ও সন-হিউং-মিন।
বিশ্বকাপের ইতিহাসে এর আগে জার্মানি কখনোই প্রথম রাউন্ড থেকে বাদ পড়েনি। ব্যতিক্রম শুধু ১৯৩৮ বিশ্বকাপ। সেবার টুর্নামেন্ট শুরুই হয়েছিল শেষ ষোলোর নকআউট পর্ব থেকে।
জার্মানির এই অবিশ্বাস্য বিদায়ে একটি ধারাবাহিকতা বজায় থাকল। ২০০২ বিশ্বকাপ থেকে ইউরোপের দলগুলো চ্যাম্পিয়ন হওয়ার পরের টুর্নামেন্টেই বাদ পড়েছে প্রথম রাউন্ড থেকে। জার্মানি এবার সেই ধারাটাই বজায় রাখল।
এফ গ্রুপের অপর ম্যাচে মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়েছে সুইডেন। তাই পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে মেক্সিকো ও সুইডেন দু’দলই এই গ্রুপ থেকে নকআউটপর্ব নিশ্চিত করেছে। অপরদিকে এক ম্যাচ করে জিতে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে জার্মানি ও কোরিয়া।