খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে।
ডুমুরিয়ার বরাতিয়ায় উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে আজ বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খুলনার পাইকগাছা থেকে খুলনাগামী মৌমিতা পরিবহনের যাত্রীবাহী বাসটি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের বরাতিয়া এলাকায় অন্য একটি পরিবহনকে পথ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
নিহত সবাই বাসটির ছাদে ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।