সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবিটির আগামী বছর ৫০ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে ‘গুপী’ আর ‘বাঘা’ এই দুটি প্রিয় চরিত্রকে নতুন করে পর্দায় আনা হচ্ছে। তবে, এবার কিন্তু উপেন্দ্রকিশোর রায়চৌধুরী গল্প নয়, লেখা হচ্ছে নতুন গল্প।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন ছবি করছেন। আর আরেকটি ছবি তৈরি করছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন, তাঁর ছবিটি হবে গুপী আর বাঘার পরবর্তী প্রজন্মকে নিয়ে।
অন্যদিকে পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় জানালেন, ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির ৫০ বছর পূর্তিতে নতুনটি হবে তাঁদের শ্রদ্ধার্ঘ্য। নতুন গুপী আর বাঘা তৈরি হবে সমকালীন প্রেক্ষাপটে।
কালজয়ী এই ছবিটিকে পর্দায় অন্যভাবে ফিরিয়ে আনা বেশ ঝুঁকির কাজ। সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপী গাইন বাঘা বাইন’ একটি ফেনোমেনন। ছোটদের ছবি হিসেবে এটাকে দেখা হলেও,এর গল্পে অনেক স্তর রয়েছে। কেমন হবে নতুন গুপী আর বাঘা! দেখার জন্য এখন থেকেই উদগ্রীব নেটিজনেরা।