বৈঠকের দু’দিন আগে অর্থাৎ রোববার ট্রাম্প-কিমের সিঙ্গাপুরে পৌঁছানোর কথা। সম্মেলনের সফলতায় শুভকামনা জানিয়েছেন, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, যুক্তরাজ্যসহ বিশ্বনেতারা।
কিমের সিঙ্গাপুর সফরে আকাশপথে নিরাপত্তা দিতে যুদ্ধবিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন।
উচ্চ পর্যায়ের এ সফরের সর্বোচ্চ নিরাপত্তায় জোরালো প্রস্তুতি নিয়েছে আয়োজকরা। আয়োজক হওয়ায় খুশি সিঙ্গাপুরের নাগরিকরাও।
সিঙ্গাপুরে কিমের সঙ্গে ট্রাম্পের বৈঠকের প্রধান উদ্দেশ্য উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করা। পিয়ংইয়ংয়েরও চাওয়া- নিরাপত্তা এবং অর্থনৈতিক নিশ্চয়তা।