বিশ্বকাপটা খুব ভালো না গেলেও নিজেদের শেষ ম্যাচে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-০ গোলে হারানোয় বীরের বেশেই দেশে ফিরেছে দক্ষিণ কোরিয়া ফুটবল দল। সংবাদ সম্মেলনের সময় হঠাৎই কোথা যেন ছুটে আসে দুই-তিনটি ডিম। কেউ কেউ আবার টফি আকৃতির কুশনও ছুঁড়ে মেরেছেন। কোচসহ খেলোয়াড়রা তখন ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েন।
ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতেই দেশে ফিরেছিল দক্ষিণ কোরিয়া। তখন তাদের টফি (মিষ্টি জাতীয় খাবার) ছুঁড়ে বরণ করা হয়, দক্ষিণ কোরিয়ার রীতিতে যেটি অপমানজনক।