যুগটা সোশ্যাল মিডিয়ার। এখানে কেউ যদি একবার নিজেকে চিনিয়ে ফেলতে পারেন, রাতারাতি তিনি তারকা হয়ে ওঠেন। অবশ্য সেই তারকা স্টেটাসের স্থায়ীত্ব কতদিন থাকে, তা তর্কসাপেক্ষ।
ফেব্রুয়ারিতে ছোট্ট এক ক্লিপ মুক্তি পেতেই প্রিয়া প্রকাশ নাম্নী তরুণী হয়ে উঠেছিলেন যুব-হৃদয়ের রানি। এই মুহূর্তে তাঁকে নিয়ে পাগলামির গ্রাফ কিন্তু সেই জায়গায় নেই। এটাই হয়তো নেটিজেনদের বৈশিষ্ট্য। যেমন, তাঁরা এখন মজেছেন টুম্পার গানে। টুম্পার গানের বিষণ্ণতার সুর ছুঁয়েছে তাদের মন। ‘পোলা ও পোলা রে তুই অপরাধী রে। আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার অনুভুতির সাথে খেলার অধিকার দিল কে? পোলা তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাইরে!’
দেশের অডিও ইন্ডাস্ট্রির নতুন ঝড় আরমান আলিফের গান ‘অপরাধী’। এই গানটিকেই কাভার করেছেন টুম্পা। আর মূল গানের মতোই পেয়েছেন অভাবনীয় সাড়া। ২৬ মে প্রকাশ হওয়ার পর দেখা হয় ২১ লাখের বেশিবার। একই গানের পোস্ট লাইক পেয়েছে ৭২ হাজারের বেশি। মন্তব্য এসেছে ৭ হাজারের বেশি।