ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের চারটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। স্মারক ডাকটিকিট ছাড়াও ৫০ টাকা মূল্যমানের দুটি স্যুভেনির শিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব স্মারক ডাকটিকিট ও স্যুভেনির শিট অবমুক্ত করেন। ডাক টিকিটগুলোতে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুন) থেকে ঢাকা জিপিও-এর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে। পরবর্তীতে অন্যান্য জিপিও/প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘর থেকে এসব স্মারক ডাকটিকিট বিক্রি করা হবে।