‘মাদকের আখড়া’ বলে পরিচিত বনানীর কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। দুই ঘণ্টার এ অভিযানে ২০০ ইয়াবা বড়ি উদ্ধার এবং ১৫ জনকে আটকের কথা বলেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে ৩০০ পুলিশ সদস্য অংশ নিয়েছেন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুসারে, বনানীর কড়াইল বস্তি রাজধানীর অন্যতম আলোচিত ‘মাদকের আখড়া’। এখানে মাদক ব্যবসায়ীরা নিয়মিত মাদক বিক্রি করে থাকেন।