আজ সোমবার বিকেলে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। সন্ধ্যায় মগবাজারে নিজের বাসায় ফিরে তিনি স্ট্যাটাস দেন ‘বাংলাদেশের সবাইকে সালাম এবং গারদীয় শুভেচ্ছা আমার অবর্তমানে যারা দোয়া করেছেন, তাদের সবার প্রতি আমার মরহুম বাবা মা’র পক্ষ থেকে কৃতজ্ঞতা।’’
‘‘যারা আমাকে নিয়ে সত্য-মিথ্যা প্রশ্ন তুলেছেন, তাদের জন্য সঠিক উত্তর নিয়ে হাজির হবো শিগগিরই। আইনশৃঙ্খলা বাহিনী, কারা কর্তৃপক্ষ, কারাবন্দী ভাইদের জন্য অনেক ভালোবাসা। কারণ বাংলাদেশের একজন শিল্পী হিসেবে তারা আমার ব্যাপক যত্ন নিয়েছেন।’’
‘‘আমার ফ্যানদের অনুরোধ করছি- সবাই শান্ত থাকুন, যে কোনোরকম উত্তেজনা পরিহার করুন। আমি ভালো আছি। সবার কাছে দোয়া চাই…।আমি আপনাদের ভালোবাসার কৃতজ্ঞতাপাশে আবদ্ধ, ভালোবাসা অবিরাম…।’’
সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম কেশব রায় আসিফের জামিন আবেদন মঞ্জুর করেন। ১০ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন আসিফ। মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করার আগ পর্যন্ত এ জামিন বহাল থাকবে।