অনেক দিন ধরেই একটা জল্পনা চলছিল যে, বিএমডব্লিউ দুর্দান্ত ফিচার নিয়ে দুটি নতুন মডেলের বাইক নিয়ে আসবে। সেই জল্পনার অবসান ঘটিয়ে বহু প্রতীক্ষিত সেই বাইক খুব শীঘ্রই গ্রাহকদের হাতে তুলে দিতে পারবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামী ১৮ জুলাই বিএমডব্লিউ ‘জি’ সিরিজের দু’টি নতুন মডেল— জি ৩১০ আর এবং জি ৩১০ জি এস বাজারে নিয়ে আসছে।
আলাদা মডেল হলেও দু’টি বাইকেরই ইঞ্জিন ক্ষমতা, চেসিস এক রাখা হয়েছে। ৩১২.২ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এতে। ৩১০ আর মডেলটিকে স্পোর্টি লুক দেওয়া হয়েছে।
অন্য দিকে, ৩১০ জি এস মডেলটির হাঙ্কি লুক বাইকপ্রেমীদের মন কাড়বে বলেই আশাবাদী সংস্থাটি। এটি একটি অ্যা়ডভেঞ্চার বাইক।
আনুষ্ঠানিকভাবে বিএমডব্লিউর পক্ষ থেকে এখনো পর্যন্ত বাইকের দাম ঘোষণা করা হয়নি। তবে, বিশেষজ্ঞরা ধারণা করছেন মডেল দুটির দাম হতে পারে সাড়ে চার লাখ টাকার কাছাকাছি।