বিশাল আয়োজনে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

খেলা ফুটবল

আর মাত্র কয়েকঘন্টা পরই শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের ম্যাচ দিয়ে পর্দা উঠছে রাশিয়া বিশ্বকাপের। তবে তার আগে দর্শকদের চোখ থাকবে জমকালো উদ্বোধনীঅনুষ্ঠানের উপর। প্রত্যেক বিশ্বকাপেই চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে বিশ্ববাসীর সামনে নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চায় …

রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে।

১৪ জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানটি ৮০ হাজার দর্শক দেখার সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন ব্রিটিশ রক মিউজিক তারকা রবি উইলিয়ামস। তার সঙ্গে থাকবেন রাশিয়ার জনপ্রিয় শিল্পী আইদা গারিফুলিনা। তাদের সঙ্গে মঞ্চ কাপাবেন অপেরা আইকন প্লাসিদো ডমিঙ্গো। আরও থাকবেন জনপ্রিয় শিল্পী জুয়ান দিয়েগো ফ্লোরেজ।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা জানিয়েছে, এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে কিছুটা ভিন্ন আঙ্গিকে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *