রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের অপরাজেয় থাকার ধারা ধরে রেখেছে রাশিয়া। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারিয়ে জয়ী হল স্বাগতিকরা।
‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ৫-০ গোলে সৌদি আরবকে হারিয়ে জিতেছে স্তানিস্লাভ চেরচেশভের শিষ্যরা।
দুর্দান্ত ক্রসে ১২ মিনিটে মাথা ছুঁয়ে বিশ্বকাপের প্রথম গোলটি করেন মিডফিল্ডার ইউরি গ্যাজিন্সকি। জাতীয় দলের জার্সি গায়ে এটিই তার প্রথম গোল।
প্রথমার্ধ শেষ হওয়ার দু মিনিট আগে দর্শণীয় এক গোল করেন ড্যানিস চেরেশভ। ডি বক্সের ভেতর দু’জনকে কাটিয়ে চেরশেভের গোলে ২-০তে এগিয়ে থেকেই বিরতিতে যায় রাশিয়া।
বিরতি থেকে ফেরার পর খেলার ৫৬ মিনিটের সময় গোলের সহজ সুযোগ পেয়েছিল সৌদি আরব। ডি বক্সের ভেতর বাড়ানো ক্রসে পা লাগাতে ব্যর্থ হন আল সাহলাভি।
কিন্তু ৭১ মিনিটে আবারো এগিয়ে যায় রাশিয়া। দুর্দান্ত হেডে গোল করে রাশিয়াকে ৩-০ গোলের লিড এনে দেন আর্তেম জিউভা।
রাশিয়ার হয়ে চতুর্থ গোলটি করেন চেরিশভ। অন্তিম মুহূর্তে দূরপাল্লার দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলটি নিশ্চিত করেন তিনি।
শেষ বাঁশি বাজার আগে ফ্রি কিকে আরো একটি গোল করে গোলের খাতায় নাম লেখান গলোভিন। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে উদ্বোধনী ম্যাচেই ফ্রি কিকে গোল করলেন গলোভিন।
এক যুগ পর ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফেরাটা সুখকর হল না সৌদি আরবের। এটা নির্দ্বিধায়ই বলা চলে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৫-০গোলের বিশাল ব্যবধানে দলটিকে উড়িয়ে দিয়েছে স্বাগতিক রাশিয়া।