১৯৮২ বিশ্বকাপের পর এই প্রথম হার দিয়েই বিশ্বকাপ শুরু করল গতবারের চ্যাম্পিয়ন দল জার্মানি। বিশ্বকাপে প্রথম ও সবমিলিয়ে দ্বিতীয়বারের মতো জার্মানিকে হারানোর কৃতিত্বও দেখালো মেক্সিকো।
শেষ ৬টি আসরের পাঁচটিতেই জয় দিয়ে সূচনা করতে সক্ষম হয়েছে মেক্সিকো। এবারের সূচনাটা হল হার্ভিং লোজানোর হাত ধরে। খেলার ৩৫ মিনিটে সবাইকে চমকে দিয়ে গোলটি করেন তিনি। বক্সের মধ্যে জার্মান ডিফেন্ডারের হালকা বাধা এড়িয়ে নিচু শটে বল পাঠিয়ে দেন জার্মানির জালে। চেষ্টা করেও সেই গোল ঠেকাতে পারেননি জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।
এরপর গোলের তেমন কোন সুযোগ না পাওয়ায় ১-০ তে পিছিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধে অনেকটা রক্ষণাত্মক কৌশলে চলে যায় মেক্সিকো। নিজেদের প্রান্ত আগলে রেখে মাঝে মাঝে পাল্টা আক্রমণেও চালায় দলটি। তবে আক্রমণ সফল হয়নি।
এদিকে গোল খাওয়ার পর জার্মানি দ্বিতীয়ার্ধে অনেকবার আক্রমণে গিয়েছে। তবে গোলমুখে জার্মান আক্রমণভাগের নেয়া খেলোয়াড়দের অধিকাংশ শটই লক্ষ্যভ্রষ্ট হয়েছে।
শেষ তিনটি আসরেই জার্মানিসহ তিনটি চ্যাম্পিয়ন দলই তাদের প্রথম ম্যাচে হার মানল। পরবর্তী রাউন্ডে যেতে এখন দক্ষিণ কোরিয়া ও সুইডেনের বিপক্ষে দুটি ম্যাচ খেলার সুযোগ থাকছে জার্মানির জন্য।