মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আজ বৃহস্পতিবার থাইল্যান্ডকে নয় উইকেটে হারিয়েছে মেয়েরা।
ব্যাটে হাতে থাইল্যান্ড ২০ ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে ৬০ রান করে।
বাংলাদেশের পক্ষে সালমা খাতুন ও নাহিদা আক্তার দুটি করে এবং জাহানারা আলম, ফাহিমা খাতুন, খাজিদাতুল কোবরা ও রুমানা আহমেদ একটি করে উইকেট পেয়েছেন।
জবাবে এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। আয়শা রহমান ও নিগার সুলতানা দুজনেই ব্যক্তিগত ২৫ রান করে অপরাজিত ছিলেন।