রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাস থেকে নামার সময় পেছন থেকে আরেকটি বাস সামিরুন আক্তার (৬০) নামে এক নারীকে ধাক্কা দিলে তাঁর মৃত্যু হয়। ৮ জুন শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বাস ও এর চালককে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে প্রেসক্লাবের পশ্চিম গেটের সামনে বাস থেকে নামছিলেন সামিরুন আক্তার ওরফে সেলিনা। এ সময় তাঁর পেছনে থেমে ছিল মিডলাইন পরিবহনের একটি বাস। যাত্রী উঠিয়ে মিডলাইনের ওই বাসটি আবারও চলা শুরু করে। ঠিক সেই সময় বাসের ধাক্কায় সেলিনা পড়ে যান।
পরে তাঁকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। সকাল সাড়ে ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা বাসের চালক মো. তরিকুলকে আটক করেন। বাসটি জব্দ করে থানায় রাখা হয়েছে।