ঈদ উপলক্ষে সদরঘাট টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় ক্রমে বাড়ছে। তবে সড়কে যানজটের কারণে দক্ষিণাঞ্চলগামী লঞ্চের যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে। বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত যেসব যাত্রীবাহী লঞ্চ ঢাকা ছেড়ে গেছে, তার বেশির ভাগই অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করছিল।
সদরঘাট টার্মিনাল সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৫৪টি লঞ্চ ঢাকা নদীবন্দর ছেড়ে গেছে। ভোর থেকেই দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা টার্মিনালে আসতে থাকে। যাত্রী পরিপূর্ণ হওয়ায় বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের নির্দেশে ১২টি লঞ্চ নির্ধারিত সময়ের আগেই ছেড়ে দেয়। বুধবার সকাল থেকে চাঁদপুরগামী যাত্রী বেশি দেখা গেছে। দুপুরের পর থেকে টার্মিনাল এলাকায় যাত্রীদের ভিড় বাড়তে থাকে।