সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেছে ব্রাজিল। গ্রুপের ১ম ম্যাচে সুইজারল্যান্ডের সাথে ড্র, এবং পরের ২ ম্যাচে জয়ের মাধ্যমে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন নেইমাররা।
সার্বিয়ার সাথে সহজ সমীকরণ ছিল ব্রাজিলের। ড্র হলেও কোন সমস্যায় পড়তে হত না। খেলার প্রথমার্ধে সার্বিয়ানদের জালে একবার বল জড়িয়ে ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৩৬ মিনিটের সময় গোলটি করেন মিডফিল্ডার পওলিনহো।
৩৬তম মিনিটে সার্বিয়ার একটি আক্রমণ রুখে দিয়ে নিজেদের ডিফেন্সিভ থার্ড থেকে লম্বা ক্রস দেন কৌতিনহো। সার্বিয়ার ডিফেন্সের ওপর দিয়ে উড়ে তাদেরই রক্ষণে এসে পড়লো। সেই ক্রসকে শুধু দৌড়ে এসে বার্সেলোনা তারকা পওলিনহো পায়ের টোকা দিলেন। সেই টোকাতেই সার্বিয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে গিয়ে বল জড়িয়ে গেলো তাদের জালে। ১-০ গোলে এগিয়ে গেলো ব্রাজিল।
গোল না পেলেও ব্রাজিলের দ্বিতীয় গোলে কিন্তু নেইমারের পরোক্ষ অবদান রয়েছে। ৬৮ মিনিটে তাঁর কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন থিয়াগো সিলভা। ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।
‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাঁদের প্রতিপক্ষ মেক্সিকো।
‘ই’ গ্রুপের অন্য ম্যাচে, কোস্টারিকার সাথে ২-২ গোলের ড্রয়ে রানার্সআপ হয়ে পরের রাউন্ডে উঠলো সুইজারল্যান্ড। বিশ্বকাপের ২য় রাউন্ডে তাঁদের মোকাবিলা করতে হবে শক্তিশালী সুইডেনকে।