সম্প্রতি আনন্দ কে আহুজাকে বিয়ে করে সোনম কাপুর। নিজের নাম এবং পদবীর মধ্যে ‘কে’ অক্ষরটি ব্যবহার করছেন।
বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা প্রীতি জিন্টা। জানা গেছে, এখন থেকে প্রীতি নিজের নাম এবং পদবির মাঝে ‘জি’ অক্ষরটি ব্যবহার করবেন। তারমানে এখন থেকে তার নাম প্রীতি ‘জি’ জিন্টা। বিয়ের দু’বছর পরে প্রীতি এই সিদ্ধান্ত নিলেন।
সম্প্রতি প্রীতি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বিয়ের পর আমি ঠিক করি ‘জি’ শব্দটা আমার স্বামীর নামের থেকে নেব। একটা ‘জি’ আমার জন্য যথেষ্ট।’ প্রীতির স্বামীর নাম জেনে গুডএনাফ।