নারায়নগঞ্জের ফতুল্লায় দুটি চিতাবাঘ সহ আন্তর্জাতিক পশু চোরাচালান কারীদের দুই জনকে আটক করেছে র্যাব- ১১।
বৃহস্পতিবার ভুইঘর রঘুনাথপুর এলাকার র্যাব- ১১ এর অভিযানকালে খাঁচায়বন্দি বাঘ দুটি উদ্ধারের সময় দুইজনকে আটক করা হয়েছে বলে জানা যায়।
র্যাবের একটি দল ভুইঘর রঘুনাথপুর এলাকায় শওকত ইমরান মিঠুর বাড়িতে অভিযান চালিয়ে ঘর থেকে খাঁচায়বন্দি দুটি চিতা বাঘ উদ্ধার করে। এসময় বন্যপ্রাণী পাচার চক্রের সক্রিয় সদস্য মিঠু ও আরিফুলকে আটক করা হয়।
আটক শওকত ইমরান মিঠু ও আরিফুল ইসলাম বিরল বণ্যপ্রাণী পাচারকারি আন্তর্জাতিক চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব।
র্যাব- ১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশিক বিল্লাহ্ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, বাঘ দুটি আফ্রিকার একটি দেশ থেকে পাঁচ ছয় দিন আগে কার্গো বিমানে করে বাংলাদেশে এনে পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে রাখা হয়েছিল। আগামী ৪/৫ দিনের মধ্যে পার্শ্ববতী কোনো একটি দেশে বাঘ দুটি পাচার করত তারা।
উদ্ধারকৃত চিতাবাঘ দুটি পশু সম্পদ অধিদপ্তর ও আদালতের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।