রোববার রাতে আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশের সুখরদ জেলায় মুসল্লিরা জামাতে নামাজ পড়ার সময় হঠাৎ কয়েকজন বন্দুকধারী মসজিদে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালায়।এসময় ইমামসহ ৭ জন মুহূর্তেই ঢলে পড়েন। যাদের মধ্যে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়, এবং ৩ জন আহত হন।
তালেবান ও আইএস জঙ্গীরা এ প্রদেশে সক্রিয় থাকলেও এখনও পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি। তাই ঘটনার উদ্দেশ্যও পরিষ্কার নয়।
এর আগে কাবুল বিমানবন্দরে রোববার সকালে আরেক বোমা হামলায় অন্তত ১৪ জন মারা যান। ঘটনায় অল্পের জন্য রক্ষা পান আফগান ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দস্তুম।