হীরার খনির দেশ হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকান দেশ লেসোথোর এক খনি থেকে ৮৯ ক্যারেট ওজনের বিরল এক ‘হলুদ হীরার’ সন্ধান পাওয়া গেছে।
হীরাটির বাজারমূল্য অন্তত ১ কোটি পাউন্ড, অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় এর দাম ১১০ কোটি টাকারও বেশি।
লুকাপার মালিক স্টিফেন ওয়েদারাল জানান, কিছুদিন আগে খনি মুখের কাছে ২৫ ক্যারেট ওজনের হলুদ হিরের সন্ধান পাওয়া গিয়েছিল। এবার দক্ষিণ-পূর্ব অংশ থেকে ৮৯ ক্যারেট ওজনের এই হলুদ হীরার সন্ধান পাওয়া গেল। এতে তাঁরা খুবই উচ্ছ্বসিত।
প্রাপ্ত হীরাটির ৭০ শতাংশের অংশীদার লুকাপা নামে ওই বেসরকারি সংস্থাটি। বাকি ৩০ শতাংশ সরকারের।