ইমরানকে বিদেশ যেতে ও দেশে ফিরতে বাধা না দেয়ার নির্দেশ আদালতের

আইন আদালত খবর

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে ও দেশে ফিরতে বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

এর আগে ২০ জুলাই বিদেশ যেতে বাধা দেওয়া হয় উল্লেখ করে ইমরান এইচ সরকার ওই রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম আমীর উল ইসলাম ও তানিয়া আমীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।

গণজাগরণ মঞ্চের এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তোলে বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের আমন্ত্রণে ২০ জুলাই প্রায় এক মাসের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন ইমরান। যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় প্রশাসনের বাধার মুখে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরতে হয় তাঁকে। বিমানবন্দরে ইমিগ্রেশনসহ সব প্রয়োজনীয় কাজ শেষে বিমানে ওঠার পর সেখান থেকে তাঁকে ফেরত পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *