চ্যানেল নাইনের পর্দায় আসছে তারকাবহুল মেগা ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’

বিনোদন

চ্যানেল নাইন এ শুরু হচ্ছে মেগা ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। ব্যাচেলর জীবনের নানা ঘটনা, মজা, খুনসুটি, ঘটনার ভেতরে লুকিয়ে থাকা ঘটনা, সবকিছু নিয়ে দর্শকদের জন্য আসছে এক চমকপ্রদ নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। তারকাবহুল নাটকটি আগামী ৪ঠা আগস্ট থেকে চ্যানেল নাইনে প্রচারিত হবে।

নাটকটি পরিচালনা করেছেন বর্তমান সময়ের স্বনামধন্য পরিচালক কাজল আরেফিন অমি। এর আগে দর্শকনন্দিত অনেক নাটক পরিচালনা করেছেন তিনি। তবে এটা তাঁর প্রথম ধারাবাহিক নাটক।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করেছেন এসময়ের জনপ্রিয় তারকারা। নাটকের বিভিন্ন চরিত্রে থাকছেন মিশু সাব্বির, তৌসিফ মাহবুব,শামীম হাসান সরকার, এফ এস নাইম,ইরফান সাজ্জাদ, জিয়াউল হক পলাশ,তানজিন তিশা,সাবিলা নুর,নাদিয়া আফরিন মিম,মনিরা আক্তার মিঠু,তাসনুভা এলভিন,আব্দুল্লাহ রানা, সুদিপ বিশ্বাস, চাষী আলম সহ আরো অনেকে।

নাটকটিতে দেখা যাবে, চার জন ছেলে উচ্চশিক্ষার জন্য ঢাকার পড়তে আসে। তারা একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয় এবং ঘটনাক্রমে একই মেসে তাদের ব্যাচেলর জীবন শুরু হয়। বাড়ির মালিকের তিন মেয়ে। বাড়ির মালিক, তাঁর স্ত্রী, কণ্যা এবং ব্যাচেলরদের সাথে ঘটে চলা বিভিন্ন ঘটনা, ঘটনার ভেতরে নানান ঘটনা নিয়ে নাটক ব্যাচেলর।

ব্যাচেলরদের জীবন ধারার গল্পের ভেতরের আরো গল্প নতুনভাবে তুলে ধরা হয়েছে এই নাটকটিতে। তারকাবহুল নাটকটি চ্যানেল নাইনে আগামী ৪ঠা আগস্ট থেকে প্রচারিত হবে প্রতি সপ্তাহে শনি, রবি ও সোমবার রাত ৮.৪৫ এ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *