জমকালো আয়োজনের মধ্যদিয়ে সোমবার দুপুর ১টায় রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয় ‘জ্যাম’ ছবির মহরত। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জালি কথাচিত্র থেকে ১০ বছর পর আবার ছবি বানানো হচ্ছে। নতুন এই ছবির নাম ‘জ্যাম’। ছবিটি নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।
মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত, চিত্রনায়িকা পূর্ণিমা, ফেরদৌস,মান্নার স্ত্রী- শেলি মান্না, মান্নার ছেলে- সিয়াম ইলতিমাস, নঈম ইমতিয়াজ নেয়ামূল, সূচন্দা, এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মান্না অনেক জনপ্রিয় অভিনেতা ছিলেন। কিন্তু মধ্য গগন থেকে তিনি ঝরে পড়েছেন। আজকের দিনে তার মত অভিনেতা দরকার ছিল। সিনেমা হতে পারে মানুষের জীবন গঠনের অন্যতম হাতিয়ার। ‘জ্যাম’ যেন তেমনই একটি ছবি হয় সেই কামনা থাকল।
জানা যায়, ছবিটিতে অভিনয় করবেন ফেরদৌস, পূর্ণিমা, আরেফিন শুভ, মৌসুমী, ওমর সানী, মিশা সওদাগর, অমিত হাসান, চম্পা সহ আরো অনেকে।আগামী অক্টোবর মাস থেকে জ্যাম ছবির টানা শুটিং শুরু হবে।এটি কৃতাঞ্জলী ব্যানারের নবম অবদান।
উল্লেখ্য, এর আগে মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জালির ব্যানারে লুটতরাজ, লাল বাদশা, আব্বাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ সহ মোট আটটি সিনেমা মুক্তি পায়।