বর্ষাকালে কাজ বা অনুষ্ঠান শেষে বাসায় ফিরে কিছুটা বাড়তি সময় গয়নার জন্য দিতেই হবে; বিশেষ করে রুপার গয়নায়। যেমন গয়নাগুলো যদি বৃষ্টিতে ভেজা থাকে তাহলে অবশ্যই পরিষ্কার সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন। শুকানো পর্যন্ত অপেক্ষা করে তারপর বাক্সে রাখুন। বাক্সটি বাতাসমুক্ত এবং ভেতরে নরম কাপড় দিয়ে মোড়া থাকলে ভালো। টিস্যু পেপার ব্যবহার না করে সুতি কাপড়ের তৈরি বটুয়ার ভেতরে গয়না ভালো থাকে।
পাথরযুক্ত ও নকশাভিত্তিক গয়না ছোট নরম শুকনো ব্রাশ দিয়ে মুছে ফেলতে হবে। কোনো কৃত্রিম তরল পদার্থ ব্যবহার না করে নরম ক্ষারযুক্ত বা ক্ষারহীন সাবান-পানিতে ধুয়ে শুকিয়ে নেওয়ার পদ্ধতিটি ব্যবহার করা যেতে পারে অতিরিক্ত ময়লা এবং অক্সিডাইজড, কালো হয়ে যাওয়া গয়নার ক্ষেত্রে।
গয়নার বাক্সটি এমন হওয়া উচিত যাতে গয়নাগুলোকে আলাদা করে রাখা যায়। প্রয়োজনে নিচের পরামর্শগুলো অনুসরণ করতে পারেন
* অনুষ্ঠান শেষে যত দ্রুত সম্ভব গয়না খুলে তুলোয় মুড়ে নিন। সম্ভব হলে অনুষ্ঠানস্থল থেকে বের হয়েই এ কাজটি করুন।
* মেকআপ শেষ করে সম্পূর্ণ তৈরি হওয়ার পর, বিশেষ করে সুগন্ধি লাগানোর পর গয়না পরুন।
* শুধু বায়ুরোধী (এয়ারটাইট) বাক্সই না, আলো থেকে দূরে, অর্থাৎ আলমারির ভেতরে বা বদ্ধ কোনো জায়গায় রাখুন।
* আধা কাপ লেবুর রসে ১ চা-চামচ জলপাই তেল একটা বড় বাটিতে মিশিয়ে ২ মিনিট রেখে মাইক্রোফাইবার-জাতীয় কাপড় চুবিয়ে নিন। পানি ঝরিয়ে গয়নাগুলোকে মুছে পলিশ করে নেওয়া যায়।
* অরগানিক গয়না যেমন—মুক্তা, কোরাল, অ্যাম্বার ভালো করে পাতলা তুলায় আলাদা বক্সে রাখতে হবে। এগুলো খুব নমনীয়।
* অরগানিক পাথরের আলাদা ধরনের যত্ন দরকার আর মুক্তা খুবই স্পর্শকাতর এবং নমনীয়। এ ধরনের গয়নার জন্য সুগন্ধি খুবই ক্ষতিকর।
* বর্ষাকালে দামি এবং স্পর্শকাতর গয়না এড়িয়ে চলাই ভালো। যদি অনুষ্ঠানের জন্য পরতেই হয়, তবে যত তাড়াতাড়ি শুকিয়ে সংরক্ষণ করা ভালো।